ভারতের মুম্বাইয়ে চারতলা ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৮ জন এবং নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন।
মঙ্গলবার সকালে ঘাটকোপারের দামোদার পার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর নিখোঁজ ব্যক্তিদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছে মুম্বাই ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর মধ্যে ১১ জনকে উদ্ধার করে মুম্বাইয়ের ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে নেয়া হয়েছে।
মুম্বাই ফায়ার সার্ভিসের প্রধান প্রভাত রাহাংডালে বলেন, ঘাটকোপারের দামোদার পার্ক এলাকার এ ভবনটি ভেঙে পড়ার পর এ পর্যন্ত ৩০ থেকে ৪০ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪৩ মিনিটে তাদেরকে ঘটনা সম্পর্কে অবহিত করা হয়।
মিউনিসিপ্যাল কর্মকর্তারা জানান, ভবনে একটি নার্সিং হোম ছিল। তবে নার্সিং হোমটিতে সংস্কারের কাজ চলছিল তাই এতে খুব বেশি রোগী ছিল না।
এর আগে ২০১৫ সালে মুম্বাইয়ে একটি জরাজীর্ণ ভবন ভেঙে পড়ে ১২ জন নিহত হয়েছিল।
এপি/সি